এনারা দু’জনই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ। ভারতীয় ক্রিকেট মহল, তাদেরকে গুরু এবং শিষ্য বলে জানে। শিষ্য অনেক মারণাস্ত্রই শিখেছেন গুরুর থেকে। কিন্তু বিশ্বমঞ্চে এ বার তাঁরা প্রতিপক্ষ। মুখোমুখি সম্মুখ সমরে গুরু-শিষ্য। তার আগে লাসিথ মালিঙ্গার মুখে সর্বোচ্চ প্রশংসা শোনা গেল যশপ্রীত বুমরাকে নিয়ে। শ্রীলঙ্কার পেসার বলে দিলেন, বুমরাই এখন বিশ্বের সেরা বোলার। নিজের প্রতি অগাধ আস্থাই বুমরাকে এত ভয়ঙ্কর বোলারে পরিণত করেছে বলে মনে করছেন তিনি। পুরনো কথা মনে করে সবার আগে বুমরার কথা বলেছেন মালিঙ্গা। বলছেন, “২০১৩-তে আমি প্রথম ওকে দেখি। বুমরার শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছিল। এবং, ও দ্রুত শিখেছিল। খুব অল্প সময়ের মধ্যে বুমরা দেখিয়েছে, ও কত তাড়াতাড়ি শিখতে পারে, কত দ্রুত উন্নতি করতে পারে”।
মালিঙ্গা জানালেন, “বুমরার স্কিল অনেক বেশি। ও জানে একই ভাল বল বারবার কী ভাবে করে যেতে হবে”। মুম্বই ইন্ডিয়ান্সে মালিঙ্গার সান্নিধ্যেই বেড়ে ওঠা বুমরার। তাঁর মতোই অন্য রকম বোলিং অ্যাকশন বুমরার। দু’জনেই ইয়র্কারের মাস্টার। চলতি বিশ্বকাপে মালিঙ্গা যেমন ইয়র্কারে বাজিমাত করেছেন, তেমনই প্রতিপক্ষকে এই অস্ত্রে ঘায়েল করে চলেছেন বুমরা। তাঁদের এই ইয়র্কার সাফল্যের রহস্য কী? মালিঙ্গার জবাব, “যে কেউ ইয়র্কার করতে পারে। কিন্তু সফল তখনই হবে যখন নিখুঁত জায়গায় সেটা করা যাবে। একই স্পটে ক’জন বোলার বারবার বল ফেলতে পারবে? দু’টো জিনিস খুব গুরুত্বপূর্ণ। পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখা এবং ম্যাচ নিয়ে বিশ্লেষণ”।