দ্বিতীয় ইনিংস শুরুর পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট মোদী সরকারের। ফলে অনেক প্রত্যাশা ছিল দেশবাসীর। তবে দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে যে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন, তাতে কিন্তু ছিটেফোঁটাও প্রত্যাশাও পূরণ হল না সাধারণ মানুষের। সংস্কারের কোনও সাহসী পদক্ষেপ তো নেই-ই, উল্টে ২ কোটিরও বেশি রোজগেরের ওপর বসান হল বাড়তি সারচার্জ। হ্যাঁ, বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যে এ বার বেশি আয়ের মানুষের কাঁধে করের বোঝা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। আর সেটা হবে বাড়তি সারচার্জ চাপিয়ে। বছরে ২ থেকে ৫ কোটি টাকা রোজগার করলে আগে যতটা সারচার্জ নেওয়া হত, এ বার তা বাড়িয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর বছরে সেই রোজগার ৭ কোটি টাকা বা তা ছাড়িয়ে গেলে, সেই সারচার্জের পরিমাণ বেড়ে হবে ৭ শতাংশ।
অন্যদিকে, নির্মলার বাজেট শেষ হতেই মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার। আসলে বাজেট শুরুর আগে প্রত্যাশা রেখেই উপরের দিকে খোলে শেয়ার বাজার। সেনসেক্স ছোঁয় ৪০ হাজার। কিন্তু নির্মলা সীতারামনের প্রথম বাজেট পেশ শেষে কার্যত কুপোকাত খেল শেয়ার বাজার। এক ধাক্কায় ৫০০ পয়েন্ট পড়ল।
বাজারের এই বৈপরীত্য দেখেই বোঝা যাচ্ছে খুশি নন বিনিয়োগকারীরা। পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি এক টাকা সেস বসানো বা বড়লোকদের ওপর আরও করের বোঝা চাপানোর মতো ঘোষণায় দ্রুত পতন শুরু হয় শেয়ার বাজারে। আজ বাজেট পেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পেট্রোল ও ডিজেলে বসবে সেস। প্রতি লিটার পেট্রোল ও ডিজিলে সড়ক ও পরিকাঠামো সেস এবং বিশেষ অতিরিক্ত কর হিসাবে এক টাকা ধার্য করা হচ্ছে। এর ফলে আরও মহার্ঘ্য হল জ্বালানি তেল। যার ফলে মোদীর আচ্ছে দিনে ফের মাথায় হাত পড়ে গেল আম জনতার।