আজ মোদীর দ্বিতীয় ইনিংসে প্রথম বাজেট পেশ। দায়িত্বে আছেন মোদীর মন্ত্রীসভার অন্যতম সদস্যা নির্মলা সীতারমণ। সেই ঘিরে উত্তেজনার পারদ আজ চরমে। কংগ্রেসের পক্ষ থেকে লোকসভার নেতা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর ঝাঁঝ বজায় থাকল কেন্দ্রীয় বাজেট পেশের পরও।
তিনি বলেন, ‘এই বাজেট দিশাহীন। সাধারণ মানুষের কাছে এই বাজেট নতুন কোনও দিশা দেখাতে পারেনি। এটা সম্পূর্ণ নতুন বোতলে পুরনো মদ।’ তিনি এই বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা করা ইলেকট্রিক যানবাহনের তীব্র সমালোচনা করেন। তাঁর প্রতিক্রিয়া, ‘এখন দেশজুড়ে যে যানবাহন চলে তা চালাতে তো নাভিশ্বাস ওঠার জোগাড়। কারণ পেট্রল–ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। যখন ইলেকট্রিক যানবাহন আসবে তখন আসবে। সেসব কথা এখন শুনিয়ে লাভ কী? এই বাজেট করে সরকার নিজের বাজেট ঠিক করেছে। দেশের মানুষের উপকার হবে না।’
অন্যদিকে সংসদের বাইরে দাঁড়িয়ে এই বাজেটকে জনবিরোধীও বলেছেন অধীরবাবু। তিনি সরাসরি এই বাজেটকে কাঠগড়ায় তুলে বলেন, ‘এই বাজেটে যুবক–যুবতীদের কর্মসংস্থানের কোনও উল্লেখ নেই। মধ্যবিত্তদের সঞ্চয়ে সুদ বাড়ার কোনও কথা নেই। এই বাজেটের ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। মানুষের অন্য অনেক সমস্যার মধ্যে এই বাজেট আরও একটা সমস্যা হয়ে দাঁড়ালো।’ এইভাবে কেন্দ্রীয় বাজেটকে পরতে পরতে কটাক্ষ করেন বহরমপুরের এই দাপুটে নেতা।