কেন্দ্র যে বরাবররই অবহেলা করে এসেছে বাংলাকে এমন অভিযোগ উঠে এসেছে বারবার৷ তবে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও গতিরোধ করা যায়নি মমতার উন্নয়নের৷ তাই যে বাংলাকে অবহেল করে কেন্দ্র, সেই বাংলাই কেন্দ্রীয় সরকারের বিচারে রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিভিন্ন যোগ্যতা অনুযায়ী সেরার শিরোপা পেয়েছে।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন। সুব্রত বলেছেন, ‘পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ পঞ্চায়েত সমিতি, বীরভূম জেলার রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতি শেরার শিরোপা পেয়েছে। গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেরা হয়েছে বীরভূমের ইলমবাজার ব্লক, পুরুলিয়ার কাশীপুর ব্লকের বরা, বীরভূমের সিউড়ি ২ ব্লকের দমদমা, পূর্ব বর্ধমানের কালনা ২ ব্লকের বৈদ্যপুর, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর।’
তৃণমূল বিধায়ক নার্গিস বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়ন চলছে। ভবিষ্যতেও চলবে।’ পঞ্চায়েতের কাজ ও জব কার্ড নিয়ে প্রশ্ন করেন বিধায়ক অসিত মিত্র, শঙ্কর মালাকার, যোগরঞ্জন হালদার, তমোনাশ ঘোষ। ১০০ দিনের কাজে এই রাজ্য প্রথম হয়েছে বলে জানান অসিত মিত্র।
তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল এসে পঞ্চায়েতের কাজকর্ম দেখেন। দফতরে কাজকর্মের ছবিও পাঠান ওই দলের সদস্যরা। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত উন্নয়নমূলক ভাল কাজ করছে।