এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে৷ এক নয় পাঁচ জন বিজেপি নেতাকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ এক বালি ব্যবসায়ীর কাছে ১০ লক্ষ টাকা কাটমানি চেয়ে ইলামবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার পাঁচ বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারে।
ইলামবাজার থানা সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই এই বিজেপি নেতারা ওই বালি ব্যবসায়ীর কাছে টাকা দাবি করে আসছিল, বালি ব্যবসায়ী গৌতম দেবনাথ, ইলামবাজার থানায় বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
বালি ব্যবসায়ী গৌতম দেবনাথের অভিযোগ, বেশ কিছুদিন থেকে অভিযুক্ত বিজেপি নেতা বিষ্ণুপদ বিশ্বাস নানাভাবে তার কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করছিল। সাধ্যমত দু একবার কাটমানি দিয়ে রেহাই পেয়েছিলেন এই ব্যবসায়ী। অভিযোগ, দিন কয়েক আগে বিষ্ণুপদ বিশ্বাস ফোন করে গৌতম বাবুকে হুমকি দিয়ে বলেন, ১০ লক্ষ টাকা দিতে হবে নইলে যে এলাকা দিয়ে তার বালি ভর্তি ট্রাক যাতায়াত করে সেই যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হবে। কার্যত ব্যবসা বন্ধ হয়ে যাবে এই ভয়ে ইলামবাজার থানায় অভিযোগ দায়ের করেন বালি ব্যবসায়ী গৌতম দেবনাথ। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ইলামবাজার থানার সন্তোষপুর গ্রাম থেকে বিষ্ণুপদ বিশ্বাস সহ ও তার দুই সহযোগী রঞ্জিত বৈরাগ্য, জীবন কুমার ঘোষ, শম্ভু মন্ডল, নিখিল বৈরাগ্যকে গ্রেফতার করে।
এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘কাটমানি নিয়ে রাজ্য জুড়ে যে অস্থিরতা বিজেপি তৈরি করছে তা আসলে নিজেদের দলের দুর্নীতি ঢাকার জন্য। বিজেপি দলটি ভারতবর্ষের সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত দল। অপেক্ষা করুন রাজ্যজুড়ে বিজেপি নেতারা ও মানুষের বিক্ষোভের মুখে পড়বে’।