বনাধিকারিকের সামনেই চিতাবাঘকে পিটিয়ে মারল ক্ষুব্ধ জনতা। নৃশংস এই ঘটনার সাক্ষী কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ২০০ কিলোমিটার দূরে চিত্রদূর্গ জেলার কুরুবরাহল্লি গ্রাম৷ চিতাবাঘকে মারধরের ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়৷ নৃশংস হত্যালীলা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন পশুপ্রেমীরা৷
চিতাবাঘটিকে ধরার জন্য ফাঁদ পেতেছিলেন গ্রামবাসীরা৷ বুধবারই একটি গাছের উপর বেশ আরামে চিতাবাঘটিকে বসে থাকতে দেখেন স্থানীয়রা৷ সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে গ্রামবাসীরা৷ প্রথমে পাথরে বিশেষ পাত্তা দেয়নি চিতাবাঘ৷ এরপর গাছ থেকে লাফিয়ে নেমে পড়ে। গ্রামবাসীদের তাড়া করতে থাকে সে। কিন্তু স্থানীয়রা ঘিরে ধরে চিতাবাঘটিকে৷ এরপর বেধড়ক মারধর করতে শুরু করা হয় তাকে৷ লাঠি, পাথর দিয়ে নির্মম অত্যাচারে ঘটনাস্থলেই মারা যায় চিতাবাঘটি৷ তবে তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি৷ চিতাবাঘটিকে মারধরের গোটা ঘটনা ভিডিও করে গ্রামবাসীরা৷ ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে তারা৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের আধিকারিকরা৷ তবে চিতাবাঘটিকে উদ্ধারে বাধা দেওয়া হয় তাদের৷ ওই আধিকারিকদের সামনেই রীতিমতো চলে হত্যালীলা৷
গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকায় চিতাবাঘের আতঙ্ক দেখা দিয়েছে৷ গত দু’দিনে কয়েকজন গ্রামবাসীর উপর হামলাও চালিয়েছে সে৷ ডালিমের খেত থেকে দুজনকে টেনে নিয়ে গিয়েছে চিতাবাঘটি৷ বনদপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ৷ তাই বাধ্য হয়ে নিজেরাই ওই চিতাবাঘটিকে হত্যার পরিকল্পনা করে৷ মানুষের সঙ্গে বন্যপ্রাণীদের সংঘাত নতুন নয়। এর আগেও বিভিন্ন জায়গা থেকে প্রকাশ্যে এসেছে এমন নৃশংস কাণ্ড।