রাজ্যোর নাম ‘বাংলা’ খারিজ হওয়ার পর এবার বাংলা ভাষার ঠাঁই হল না দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশিকায়। এই নিয়ে একযোগে সরব হল তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম।
সুপ্রিম কোর্ট গতকাল একটা নির্দেশ জারি করে যে আদালতের সমস্ত কাজকর্ম এবার থেকে ইংরেজি ভাষা ছাড়াও দেশের ৬টি আঞ্চলিক ভাষায় অনুবাদ হবে। অন্যান্য ভাষাগুলি হল হিন্দি, তেলুগু, মারাঠি, ওড়িয়া, অসমিয়া এবং কন্নড়। কিন্তু সেই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি বাংলাকে৷ এরই প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছে বাম-কংগ্রেস৷ এব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন বিরোধীরা৷
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই আব্দুল মান্নানের ঘরে মলয় ঘটক এই নিয়ে বৈঠক করেছেন। এই চিঠি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে পাঠানোর পাশাপাশি হাইকোর্টের রেজিস্ট্রার এবং মুখমন্ত্রীকেও একটা করে কপি পাঠানো হচ্ছে বাম-কংগ্রেসের তরফ থেকে। মুখ্যমন্ত্রীকেও বিষয়টি দেখার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টে পাঠানো চিঠির কপিও তাঁকে পাঠানো হচ্ছে।
চলতি মাসের শেষে সুপ্রিম কোর্টে এই সুবিধা শুরু হওয়ার আগে বাংলাকে অন্তর্ভু্ক্ত করতে চাইছে এরাজ্যের শাসক ও বিরোধী শিবির৷ বাংলার আবেগেই একজোট হয়েছে কংগ্রেস, তৃণমূল ও বামেরা৷ অন্যদিকে, রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রের ঢিলেমিতেও ক্ষুব্ধ রাজ্যের শাসক ও বিরোধী৷ উঠছে বঞ্চনার অভিযোগ৷ ফের আরও একটি বিষয়ে কেন্দ্রের বাংলাকে গুরুত্ব না দেওয়ার উদাহরণ সামনে এল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
