কলকাতাকে সুন্দর, পরিস্কার-পরিচ্ছন্ন করে রাখার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম৷ কিন্তু শহরের বিভিন্ন জায়গায় জমে থাকা জলে উদ্বিগ্ন ফিরহাদ৷
পাতিপুকুর ও দমদম আন্ডারপাসে জল জমার সমস্যা দীর্ঘ দিনের। ওই দু’টি আন্ডারপাস দক্ষিণ দমদম পুরসভা এলাকায়। সোমবার পাতিপুকুরের এক বাসিন্দা টেলিফোনে ওই দু’টি আন্ডারপাসের সমস্যার কথা তুলে ধরেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে৷ ফিরহাদ আশ্বাস দেন, বিষয়টি তিনি দেখবেন।
সোমবার রাতেই দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাচু রায়কে ফোন করেন পুরমন্ত্রী। চেয়ারম্যানকে তিনি নির্দেশ দেন, যাতে দ্রুত রেলকে চিঠি দিয়ে এই ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়। ওই জায়গায় পাম্পিং স্টেশন তৈরির কথাও বলেন ফিরহাদ। পুরমন্ত্রীর নির্দেশে পেয়ে মঙ্গলবার ওই দু’টি আন্ডারপাস পরিদর্শনে যান দক্ষিণ দমদম পুরসভার নিকাশি বিভাগের কর্তারা। পাচু রায় বলেন, ‘পুরমন্ত্রীর নির্দেশ মেনে যত দ্রুত সম্ভব আমরা ওই দু’টি আন্ডারপাসে জল জমার সমস্যা মিটিয়ে ফেলব।’
গত বছরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল পাতিপুকুর আন্ডারপাসের একটি ছবি। দেখা গিয়েছিল, জল থই থই আন্ডারপাসে আটকে পড়েছে স্কুল বাস। ভিতরে বসে কাঁদছে স্কুল পড়ুয়ারা। নিত্যযাত্রীদের অভিজ্ঞতা বলছে, মিনিট দশেক বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে পাতিপুকুর আন্ডারপাস। পোহাতে হয় যানজটও।
পাতিপুকুর রেল কলোনির বাসিন্দা কল্লোল প্রামাণিক বলছেন, ‘এলাকার অন্যতম প্রধান সমস্যা হল, এই আন্ডারপাসে জল জমা। বহু বার প্রশাসনকেও জানিয়েও লাভ হয়নি।’ দমদম স্টেশন সংলগ্ন আন্ডারপাসের সমস্যা আরও তীব্র। কারণ, ওই আন্ডারপাস দিয়েই রোজ অসংখ্য মানুষকে মেট্রো ও রেল স্টেশনে পৌঁছতে হয়। যাত্রীদের অভিজ্ঞতাও বলছে, মিনিট পনেরো বৃষ্টি হলেই জলে থই থই হয়ে যায় গোটা আন্ডারপাস।
প্রত্যেক সোমবার নাগরিকদের অভিযোগ টেলিফোনে শুনে তা সমাধানের সিদ্ধান্ত নিয়েছেন ফিরহাদ। সূত্রের খবর, সোমবার পাতিপুকুরের বাসিন্দা নির্মল হালদার কলকাতা পুরসভার ওই টোল ফ্রি নম্বরেই ফোন করেন। তিনি জানান, ফি বর্ষায় পাতিপুকুর আন্ডারপাস ও দমদম স্টেশন সংলগ্ন আন্ডারপাসে অল্প বৃষ্টিতেই জল জমে যায়।
সমস্যার কথা জেনেই দমদম পুরসভার সঙ্গে যোগাযোগ করেন পুরমন্ত্রী। ফিরহাদের দাবি, ‘রেলের অসহযোগিতার কারণেই এই সমস্যা। এ বার জোরদার বৃষ্টি শুরু হওয়ার আগেই ওই সমস্যার সমাধান করার চেষ্টা করব।’ এ দিন পরিদর্শনের পর দক্ষিণ দমদম পুরসভার নিকাশি বিভাগের এক কর্তা বলেন, ‘দু’টি আন্ডারপাসে পাম্পিং স্টেশন তৈরি হলে তবেই সমস্যার মোকাবিলা সম্ভব।’