কালকেই রাজ্যের উচ্চমাধ্যমিক সংসদ সিদ্ধান্ত নিয়েছিলেন যে, পরীক্ষার্থীরা চাইলেই তাদের পরীক্ষার খাতা দেখতে পারেন। এবার নতুন নিয়ম আনলেন মধ্যশিক্ষা পর্ষদও। মাধ্যমিকে কোনও পরীক্ষার্থীর বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরে অস্বাভাবিক তারতম্য থাকলে এবার থেকে তা ফলপ্রকাশের আগেই মধ্যশিক্ষা পর্ষদের অটোচেকিংয়ের গ্রাহ্য হবে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতদিন কোনও পরীক্ষার্থীর যদি পাঁচটি বিষয়ে ৯০ পায় ও একটি বিষয়ে ৭০-এর কম পায়, এবং ওই পরীক্ষার্থীর মোট প্রাপ্ত নম্বর ৬৩০ হলে, তার খাতা অটো চেকিংয়ের গ্রাহ্য হত। কিন্তু এবার মোট প্রাপ্ত নম্বর ৬১০ হলেই তার বিভিন্ন বিষয়ে নম্বরে অস্বাভাবিক ফারাক থাকলে, খাতা অটো চেকিংয়ের গ্রাহ্য হবে। সেক্ষেত্রে ফলপ্রকাশের পর ওই পরীক্ষার্থীকে আবেদন করতে হবে না।
আগে এক্ষেত্রে পরীক্ষার্থীকে ৬৩০ নম্বর পেতে হত, কিন্তু এবার থেকে ৬১০ নম্বর পেলেই এই নিয়মের আওতায় পড়বে পরীক্ষার্থী। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় এই নিয়ম চালু হয়ে যাবে। নয়া নিয়ম চালু করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২০ সালের মাধ্যমিক থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে।