লোকসভা ভোটে বাংলায় কিছুটা আসন বৃদ্ধি পেতেই অত্যধিক বাড়বাড়ন্ত বিজেপির৷ জয় শ্রীরাম ধ্বনি তুলে নাগাড়ে বাংলা জুড়ে হামলা চালাচ্ছে গেরুয়া শিবির৷ এবার ফের তৃণমূলের দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে অশান্তির আবহ সৃষ্টি করল গেরুয়া শিবির৷
দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসাকে নিয়ে সংঘর্ষে উত্তপ্ত মধ্যমগ্রামের ১৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লিতে। এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মধ্যমগ্রামের ১৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লিতে একটি জায়গায় দলীয় পতাকা লাগানো নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা হয়। তা গড়ায় হাতাহাতিতে। সেসময়ই পল্টু বিশ্বাস নামে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থাতেই তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।