শাহিদ কাপূর অভিনীত কবীর সিং দেখতে গেলে আপনার বয়স হতে হবে আঠেরোর বেশি। হ্যাঁ, ঠিকই শুনছেন। বলিউডে আপাতত রমরমা বাজার ধরে রেখেছে শাহিদ কাপুর অভিনীত ‘কবীর সিং’। হতে পারে এটি দক্ষিণী সিনেমা অর্জুন রেড্ডি’ রিমেক। কিন্তু বলিউডের বক্স অফিসে সুপারহিট হয়েছে ‘কবীর সিং’। গোটা ভারতেই আপাতত ভালোই ব্যবসা করেছে এই সিনেমাটি। কিন্তু এই সিনেমাতে অত্যাধিক মদ্যপানের দৃশ্য থাকায় সেন্সর বোর্ডের তরফ থেকে মিলেছে প্রাপ্তবয়স্কের সার্টিফিকেট। যার জন্য এই সিনেমা দেখতে গেলে আপনার বয়স হতে হবে নূন্যতম আঠারো বছর। কিন্তু সেই নিয়মের বাঁধা মানছেন না অনেকে। বয়সে ছোট বা অপ্রাপ্তবয়স্করাও ছুটে চলেছেন ‘কবীর সিং’ দেখতে।
সিনেমাহল কর্ত্বপক্ষ জানিয়েছেন ‘কবীর সিং’ দেখতে গেলে দর্শকদের আধার কার্ড দেখাতে হবে তবেই টিকিট পাবেন নচেত নয়। যেহেতু বেশিরভাগ দর্শকেরা অনলাইনে বুক করছেন টিকিট সেখানে বয়সের ভেরিফিকেশন থাকছে না। কিন্তু সিনেমাহলে গিয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়াতে রক্ষীদের হাতে হেনস্থা হতে হচ্ছে বলে জানিয়েছেন অনেক দর্শকই।
কিছুদিন আগেই ‘কবীর সিং’ নিয়ে নানা বিতর্কের মাঝে মুখ খুলতে দেখা গিয়েছিল চিকিৎসকদের। তাঁদের দাবি ছিল, ”এই সিনেমাতে অত্যাধিক উগ্রতা দেখানো হয়েছে এবং চিকিৎসা শাস্ত্রকে নিয়ে ছেলে-খেলা করা হয়েছে।” বক্স অফিসে আপাতত ১৫০ কোটির মিটার টপকে গিয়েছে ‘কবীর সিং’-এর আয়।
এই বিষয়ে আইনক্সের অপারেশন ইনচার্জ জানিয়েছেন, ”কবীর সিং সিনেমার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটছে, প্রচুর পরিমানে অপ্রাপ্তবয়স্কেরা আসছে সিনেমা দেখতে কিন্তু তাঁদের প্রবেশে নিষেধাজ্ঞা তো রয়েছেই। কিন্তু আমরা সকলকে বোঝাতে পেরেছি এটাই আমাদের সফলতা। আমরা অনলাইন টিকিট এজেন্সির সঙ্গে কথা বলেছি এই বিষয়ে। তাঁরা ঘটনাটি দেখছে। যেহেতু এই সিনেমাতে একটি বয়সের বাঁধা রয়েছে তাই আমরা সাবধানতা অবলম্বন করছি। তবে দর্শকদের এটাও বোঝা উচিত সিনেমাটি অপ্রাপ্তবয়স্কদের জন্য।”