বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় ক্ষোভে-দুঃখে আজ সকালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অম্বাতি রায়ডু। তবে মজার ব্যাপার, অম্বাতি রায়ডু যাতে খেলা চালিয়ে যান তাঁর জন্য সচেষ্ট হল আইসল্যান্ডের জাতীয় ক্রিকেট বোর্ড। এবার সেদেশের ক্রিকেট বোর্ড আইসল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার জন্যে রায়ডুকে প্রস্তাব দিল। সেই সঙ্গে আইসল্যান্ডে গিয়ে পাকাপাকি ভাবে থাকারও প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে।
অম্বাতির বদলে বিশ্বকাপের জন্য বিজয় শঙ্করকে দলে নিয়েছিলেন নির্বাচকরা। এর কারণ হিসেবে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছিলেন, ‘রায়ডুকে আমরা বেশ কিছু সুযোগ দিয়েছি। কিন্তু বিজয় ব্যাট, বল এবং ফিল্ডিং সবই করতে পারে। ও আসলে ‘থ্রি-ডাইমেনশনাল’ ক্রিকেটার।” নির্বাচক প্রধানের এই কথাটিকেই কটাক্ষ করেছিলেন রায়ডু। তিনি এর জবাব দিতে টুইটারে লিখেছিলেন, “বিশ্বকাপ দেখব বলে এই মাত্র থ্রি-ডি চশমা অর্ডার দিলাম।”
এরপর অবশ্য বিশ্বকাপে আহামরি কিছুই করতে পারেননি বিজয়। তার ওপর আবার মাঝপথে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকেও গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। রায়ডুর আশা ছিল বিজয় ছিটকে যাওয়ায় এবার অন্তত শিকে ছিঁড়বে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। কিন্তু তাও হয়নি। তাই অবশেষে অবসরই নিলেন এই ক্রিকেটার। এখন দেখার, আইসল্যান্ডের এই প্রস্তাব পেয়ে অম্বাতি রায়ডু কি করেন।