লোকসভা ভোটে বাংলায় কিছুটা আসন বৃদ্ধি পেতেই অত্যধিক বাড়বাড়ন্ত বিজেপির৷ জয় শ্রীরাম ধ্বনি তুলে নাগাড়ে বাংলা জুড়ে হামলা চালাচ্ছে গেরুয়া শিবির৷ এবার আরামবাগে জয় শ্রী রাম ধ্বনি তুলে আক্রমণ করা হল তৃণমূলের নেতার ওপরে৷
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের কাবলে মোড়ে৷ এলাকার তৃণমূল নেতা নুরুল হুদা স্ত্রীকে নিয়ে মিষ্টি কিনতে গেছিলেন৷ এমন সময় একদল যুবক জয় শ্রী রাম ধ্বনি দিতে দিতে ঘিরে ধরে তাঁদের৷ করতে থাকে অশ্লীল মন্তব্য৷ খবর পেয়ে তৃণমূল কর্মীরা ছুটে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা৷
এই ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা বিজেপি–র সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। ঘটনার পরই পুলিশ ছুটে এসেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তৃণমূল কর্মীরা৷ ওই অঞ্চলে উত্তেজনা দেখা দেওয়ায় পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের টহল চলে৷ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ৷