ভারত-পাকিস্তান ম্যাচের আগে যেমন এক পাকিস্তানি ব্রডকাস্টিং চ্যানেলের বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক, এবার তেমনি ভারত-বাংলাদেশ ম্যাচের আগেও বিতর্কের শিরোনামে এক বিজ্ঞাপন। চলতি বিশ্বকাপে আজই প্রথমবারের জন্য মুখোমুখি হচ্ছে প্রতিবেশী দুই দেশ। আর এই ভারত-বাংলাদেশ খেলা নিয়েই একটা বিজ্ঞাপন তৈরি করে ডাবর কোম্পানী। বিজ্ঞাপনে ‘তিলের নাড়ু’ নিয়ে হাসিঠাট্টা আছে। তিলের নাড়ু বাংলাদেশের বাঙালি না, ভারতের বাঙালি খায় মূলত। এমনকি, বাড়ির লক্ষী পুজোতেও ব্যবহৃত হয় তিলের নাড়ু। বাংলাদেশের সাথে খেলার পারদ চড়াতে গিয়ে ভারতের বাঙালিকেও অপমান কেন? এমনই প্রশ্ন ওঠার পাশাপাশি ব্যাপক সমালোচনার মুখে পড়তে হল ডাবরকে।
শুধু তাই নয়। বিজ্ঞাপনটিতে রবি ঠাকুরের ‘টাপুর টুপুর বৃষ্টি পড়ে’ কবিতা নিয়েও মস্করা করে হয়েছে। বাঙালির আবেগ-সাহিত্য-সংস্কৃতি নিয়ে মস্করা করার অধিকার ডাবরকে কে দিল? এই প্রশ্ন তুলে ইতিমধ্যেই সরব বাঙালি সংগঠনগুলি। তিলের নাড়ু এবং রবি ঠাকুরকে নিয়ে বানানো বিজ্ঞাপন আসলে বাঙালি বিদ্বেষী, অভিযোগ এমনই। এর বিরোধীতায় ডাবরের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী নিতে চলেছে ‘বাংলা পক্ষ’ নামের এক বাঙালি জাতীয়তাবাদী সংগঠন। কোনও মতেই যে ডাবরকে ছেড়ে কথা বলা হবে না, হাবেভাবে তা বুঝিয়ে দিয়েছেন সংগঠনের সদস্যরা। প্রতিবাদে সরব নেটিজেনরাও।