বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছে তাঁর। ৩২ রানের ইনিংস খেলেছেন। কিন্তু ভারতীয় দল আপাতত চার নম্বরে ঋষভ পন্থের উপর আস্থা রাখছে। যার কারণ মিডল অর্ডারে বাঁহাতি–ডানহাতি কম্বিনেশন বজায় রাখা।
মঙ্গলবার রয়েছে ভারত–বাংলাদেশ ম্যাচ। তার আগে টিম ইন্ডিয়ার সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার বলে গেলেন, “পন্থের ইনিংসটা বেশ ভাল ছিল। ৩২ রানের ইনিংসে বেশ কয়েকটা ভাল শট খেলেছে। হার্দিকের সঙ্গে একটা ভাল জুটি তৈরি করেছিল। তাই পন্থের উপর ভরসা রাখছি। শিখর চোট পেয়ে ছিটকে যাওয়ার পরেই দলে বাঁহাতি ব্যাটসম্যানের অভাব ছিল। তাই পন্থকে খেলাতে চাইছি। যাতে মিডল অর্ডারে বাঁহাতি–ডানহাতি কম্বিনেশন বজায় থাকে”।
পন্থ খেলাতেই ইংল্যান্ড আদিল রশিদকে বড় একটা আক্রমণে আনেনিয। ওভালে গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শতরান করেছিলেন পন্থ। জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ১৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ঋষভ।