ফের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার তালডাংরায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এদিন বাঁকুড়ার তালডাংরা থানার বিবড়দা এলাকায় ভাঙচুর হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয়েছেন তৃণমুলের খালগ্রাম অঞ্চল সভাপতি-সহ দু’জন। তাঁদের ভরতি করা হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদের মধ্যে তৃণমুলের খালগ্রাম অঞ্চল সভাপতিও রয়েছেন। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি রাজনৈতিক। তাই তদন্ত না করে কিছুই বলা যাবে না। তৃণমূলের অভিযোগ, এখন এলাকায় প্রায়ই রাজনৈতিক সংঘর্ষ ঘটাচ্ছে বিজেপি। দলের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। সোমবার রাতে বিবড়দায় খালগ্রাম তৃণমূল অঞ্চল পার্টি অফিসে বিজেপি লাঠি নিয়ে হামলা চালায়। তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। ভাঙচুর চালানো হয় অফিসের আসবাবপত্রে। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ।