চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে উঠে এলেন রোহিত শর্মা৷ টপকালেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ৮ ম্যাচে ওয়ার্নার সংগ্রহ করেছেন ৫১৬ রান৷ বাংলাদেশের বিরুদ্ধে ব্যক্তিগত ৭৭ রানে পৌঁছনো মাত্র ওয়ার্নারকে টপকে যান বিরাট কোহলির ডেপুটি৷ এমনকি টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা মারার নিরিখে রোহিত (১২) রয়েছেন ক্রিস গেইলের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে৷ সব থেকে বেশি ২২টি ছক্কা মেরেছেন ইয়ন মর্গ্যান৷ টুর্নামেন্টে সব থেকে বেশি ৫৩টি চার মেরেছেন রোহিতই৷
বাংলাদেশের বিরুদ্ধে ৯২ বলে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলে ক্রিজ ছাড়েন রোহিত৷ মারেন ৭টি চার ও ৫টি ছক্কা৷ চলতি বিশ্বকাপে এটি রোহিতের চতুর্থ এবং সার্বিকভাবে বিশ্বকাপের ইতিহাসে তাঁর পঞ্চম শতরান৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরির সুবাদে আইসিসি বিশ্বকাপে মোট চারটি শতরান করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি৷ বাংলাদেশের বিরুদ্ধে মহারাজকে টপকে যান রোহিত৷ বিশ্বকাপে শতলারেন নিরিখে তাঁর সামনে রয়েছেন কেবল কিংবদন্তি শচিন তেন্ডুলকর৷ তাঁর বিশ্বকাপ সেঞ্চুরির সংখ্যা ৬টি৷
সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই অপরাজিত ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেন রোহিত৷ ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৫৭ রান করে আউট হন ভারতীয় ওপেনার৷ ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ১৪০ রান করে সাজঘরে ফেরেন রোহিত৷