লোকসভা ভোটের আগে থেকেই বাংলা জুড়ে সন্ত্রাসের আবহ সৃষ্টি করেছিল গেরুয়া শিবির৷ ভোট মেটার পরেও যা অব্যাহত৷ রোজ কোথাও না কোথাও গেরুয়া আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা৷ এবার দলীয় কার্যালয় খোলা নিয়ে অশান্তির সৃষ্টি করল গেরুয়া শিবির৷ বিজেপির এই অকস্মাৎ হামলায় আহত ২ তৃণমূল কর্মী৷ ঘটনাটি বাঁকুড়ার তালডাংরার বিবড়দা গ্রামে ঘটেছে৷
গত ২-৩ দিন বিবড়দা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় বন্ধ ছিল। সোমবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন তৃণমূলের নেতাকর্মী কার্যালয় খুলতে যান। অভিযোগ, তখনই বিজেপির কর্মী সমর্থকরা বাধা দেন। দুপক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত হন ২ তৃণমূল নেতা। তাঁদের শরীরের একাধিক জায়গায় চোট লাগে।