আজ সোমবার থেকে ৪৮ ঘন্টার জন্য ভোগান্তি বাড়তে চলেছে অধিকাংশ শহরবাসী এবং রাজ্যের অ্যাপ-ক্যাব ব্যবহারকারীদের। কারণ এদিন থেকে রাজ্যে শুরু হচ্ছে টানা দু’দিনের অ্যাপ ভিত্তিক ক্যাব ধর্মঘট। জানা গেছে, মূলত ওলা ও উবেরের নানা নীতির প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন ক্যাব চালক ও মালিকরা। প্রায় ২০ হাজার গাড়ি এই ধর্মঘটে সামিল হবেন বলে আন্দোলনকারীদের বক্তব্য। এর জেরেই যাত্রীদের অশেষ দুর্ভোগের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
অ্যাপ-ক্যাব সংগঠন বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের বক্তব্য, গাড়ি, তেল বা চালক – কোনওটাই ওলা বা উবেরের নয়। কিন্তু, প্রতি রাইডে এই সংস্থাগুলি কমিশন হিসেবে ভাড়ার ২৫ শতাংশ অর্থ কেটে নেয়। আন্দোলনকারীদের এও দাবি, কোনও নোটিশ ছাড়াই ক্যাব সংস্থাগুলি চালকদের আইডি ব্লক করে দিচ্ছে। যার জেরে কর্মহীন হয়ে পড়ছেন বহু চালক। সবমিলিয়েই তারা এবার ধর্মঘটের মতো চূড়ান্ত পথ বেছে নিয়েছে বলে অ্যাব-ক্যাব সংগঠনগুলির দাবি।
উল্লেখ্য, এর আগেও একবার ক্যাব চালকদের বিক্ষোভে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল মহানগরীর বুকে। মাঝরাস্তায় গাড়ি থেকে যাত্রীদের টেনে-হিঁচড়ে নামানোর অভিযোগও উঠেছিল চালকদের বিরুদ্ধে। সেসময় ওলা-উবের চালকদের দাবি ছিল, দিনের পর দিন কম টাকায় কাজ করানো হচ্ছে তাঁদের দিয়ে। অভাবের ফলে গাড়ির কিস্তি মেটাতে পারছেন না তাঁরা। বারবার বলেও কোনও কাজ হয়নি। তাই বিক্ষোভের পথ বেছে নিতে হয়েছে তাঁদের।