বাড়াতে হবে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের সময়সীমা। এই মর্মেই রাজ্যসভায় সোমবার বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া এদিন রাজ্যসভায় সংরক্ষণ সংশোধনী বিলও পেশ করেন তিনি। দুই বিলই এর আগে লোকসভায় পাশ হয়ে গিয়েছে।
নরেন্দ্র মোদীর প্রথম বিজেপি সরকার ২০১৪ তে ক্ষমতায় আসার পরেই কাশ্মীর ইস্যু নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছিল। যার ফলে ২০১৮-র জুন থেকে রাষ্ট্রপতি শাসন জারি জম্মু-কাশ্মীরে। মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে জোট ভেঙে দিয়ে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি। চলতি বছরের শেষের দিকে এখানে নির্বাচন হওয়ার কথা। তার আগে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়াতে বিল পাশ করা জরুরি।
পুলওয়ামা হামলার পরেই গত মার্চ মাসে নির্বাচন কমিশন জানিয়ে দেয় যে, লোকসভা ভোটের সঙ্গে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হওয়া সম্ভব নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রেখে লোকসভা নির্বাচনে শুধু অনন্তগান কেন্দ্রটিতেই তিন দফায় ভোট হয়।