ইস্তফার নিজের সিদ্ধান্তে এখনো অবধি অবিচল রয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের শীর্ষ নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁকে ফের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেও, তা নির্দ্বিধায় খারিজ করে দিয়েছেন সনিয়া-পুত্র। এ দিকে, রাহুলের মত বদলাতে সোমবার তাঁর সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
আজ বিকেলে দিল্লিতে হওয়ার কথা এই বৈঠক। তার আগে এ দিনই সকালে টুইটে রাহুলের প্রতি আর্জি রেখে অশোক গেহলট লেখেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র রাহুলই দলকে নেতৃত্ব দিতে পারবেন। দেশ ও দেশবাসীর স্বার্থে তাঁর দায়বদ্ধতার কোনও তুলনা হয় না।” যদিও গেহলটের এই আর্জির পরও রাহুলের মন গলেনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনারা সবাই তা জানেন।”
বৈঠকে বসার কিছুক্ষণ আগেই এই মন্তব্য করেন রাহুল। কাজেই বৈঠকে তাঁকে সিদ্ধান্ত থেকে ফেরানো সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। গেহলট ছাড়াও আজকের বিকেলের বৈঠকে উপস্থিত থাকবেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। এখন দেখার, বৈঠক শেষে রাহুলের পুরোনো সিদ্ধান্তই বজায় থাকবে, নাকি ইস্তফার সিদ্ধান্ত সরিয়ে দিয়ে তিনি আবার ফিরে আসবেন।