ফিল্ম কেরিয়ারের জন্য ধর্মীয় বিশ্বাসে বাধা সৃষ্টি হওয়াতেই পাঁচ বছরের জনপ্রিয়তায় ইতি টেনে অভিনয় থেকে নিজেকে বিচ্ছিন্ন করার কথা জানিয়েছেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। জায়রা ওয়াসিমের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। তবে তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করতে দেখা গিয়েছে তসলিমা নাসরিন, রবিনা ট্যান্ডনদের। তেমনই ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ বলে পাশে দাঁড়িয়েছেন স্বরা ভাস্কর, ওমর আবদুল্লার মতো বিশিষ্টরা।
তাঁকে প্রথম দেখা যায় আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমায়। এরপর তিনি অভিনয় করেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায়। সেখানেও ছিলেন আমির খান। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে সোনালী বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। সেখানে জায়রা ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রোহিত সরাফ প্রমুখ। এরই মধ্যে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিলেন দঙ্গলখ্যাত জায়রা ওয়াসিম। নিজেই সে কথা জানিয়েছেন নিজের ইন্সটাগ্রামে।
জায়রার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যেই এবার এই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি। টুইটারে এক পোস্টে তিনি বলেন, ‘অভিনেত্রী জায়রা যা করেছেন তা প্রশংসনীয়। হিন্দু অভিনেত্রীদেরও অনুপ্রেরণা নেওয়া উচিত।’ যদিও কেন অভিনয় ধর্মের জন্য অনুচিত, তার কোনও ব্যাখ্যা দেননি স্বামী চক্রপানি। ওঁর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই ঝড় বয়েছে সোশ্যাল মিডিয়ায়।