লোকসভা ভোটে বাংলায় কিছুটা আসন বৃদ্ধি পেতেই অত্যধিক বাড়বাড়ন্ত বিজেপির৷ জয় শ্রীরাম ধ্বনি তুলে নাগাড়ে বাংলা জুড়ে হামলা চালাচ্ছে গেরুয়া শিবির৷ এবার আউশগ্রাম থানার বটগ্রাম পশ্চিমপাড়ায় জয় শ্রী রাম ধ্বনি তুলে আক্রমণ করা হল তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ওপরে৷
শনিবার সন্ধেয় এই হামলার ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার বটগ্রাম পশ্চিমপাড়ায়৷ লোকপঞ্চায়েতের কাজ সেরে বাড়ি ফিরছিলেন এক পঞ্চায়েত সদস্যা–সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী। আচমকা তাঁদের ওপর ‘জয় শ্রীরাম’ বলে সশস্ত্র অবস্থায় হামলা চালায় উঠল বিজেপি–র কর্মী–সমর্থকরা।
জানা গেছে, তারা রড লাঠিসোঁটা নিয়ে তৃণমূল কর্মীদের ওপর মারধর করায় পঞ্চায়েত সদস্যা শেফালি মির্দা ও শেখ মোজাম্মেল হক–সহ ৬ জন তৃণমূল কর্মী গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় গুসকরা হাসপাতাল ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে মোজাম্মেলের অবস্থা সঙ্কটজনক।
আউশগ্রামের তৃণমূল নেতা টগর শেখ ও অন্য তৃণমূল কর্মীদের পক্ষ থেকে পুলিশের কাছে বিজেপি–র বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে, শনিবার স্থানীয় উক্তা পঞ্চায়েতে কাজ চলছিল। সেই কাজ সেরে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত সদস্যা শেফালি মির্দা, তৃণমূলের প্রবীণ নেতা শেখ মোজাম্মেল হক–সহ বেশ কয়েকজন কর্মী। বটগ্রাম পশ্চিমপাড়ার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ তাঁদের ওপর সশস্ত্র হামলা চালায় প্রায় ৫০ থেকে ৬০ জন বিজেপি কর্মী–সমর্থক। ওই পশ্চিমপাড়ায় রাস্তার পাশেই আগে থেকে বিজেপি–র লোকেরা জড়ো হয়েছিল। ওই সময় তৃণমূল কর্মীদের রাস্তা দিয়ে যেতে দেখতে পেয়েই কোনও কারণ ছাড়াই হামলা চালিয়েছে বলে অভিযোগ।
আচমকা হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তৃণমূল কর্মীরা। হামলার ঘটনায় পঞ্চায়েত সদস্যা শেফালি মির্দা–সহ ৬ জন কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে মোজাম্মেল হককে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জনকে গুরুতর জখম অবস্থায় গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে আউশগ্রাম থানায় বিজেপি–র বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। আউশগ্রামে পরপর বিজেপি–র হামলায় গোটা ব্লক জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
এই ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা বিজেপি–র সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। ঘটনার পরই পুলিশ ছুটে এসেছে। ওই অঞ্চলে উত্তেজনা দেখা দেওয়ায় পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের টহল চলছে। তৃণমূলের পক্ষ থেকে আউশগ্রাম থানায় বিজেপি–র বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।