কিছু দিন আগেই উত্তরপ্রদেশে গ্রেফতার হতে হয়েছিল সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী সম্পর্কে ‘আপত্তিকর’ টুইট করেছিলেন। মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে অবশ্য রাজ্য সরকারকে ভর্ৎসনাও করেছিলেন বিচারপতি। কিন্তু তাতে যে পরিস্থিতির কোনও বদল হয়নি, তা ফের বোঝা গেল আবার। ফের সরকারের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুললেন সাংবাদিকরা।
জানা গিয়েছে, এ দিন মোরাদাবাদের জেলা হাসপাতাল ঘুরে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তাঁর পরিদর্শনের সময়ে হাসপাতালের জরুরি বিভাগে তালা বন্ধ করে আটকে রাখা হল সাংবাদিকদের! আদিত্যনাথ হাসপাতাল ঘুরে বেরিয়ে যাওয়ার পরে সাংবাদিকদের ওয়ার্ড থেকে বার করা হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে মোরাদাবাদে।
সকলেই বলছেন, এমন আজব কাণ্ড যোগীর রাজ্যেই সম্ভব। কোনও বিশেষ কারণে নয়, অন্য সপ্তাহের মতোই রুটিন ভিজ়িটে হাসপাতালে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু সেই সময় উপস্থিত সাংবাদিকদের জরুরি বিভাগের একটি ঘরে তালা বন্ধ করে আটকে রাখা হয়। মোরাদাবাদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশ মেনে এমনটা করা হয় বলে জানা গিয়েছে।
অভিযোগ, সাংবাদিকদের আটকে রাখা ওই ঘরের বাইরে পাহারায় ছিলেন সিভিল লাইন পুলিশ স্টেশনের ইন-চার্জ নিজে। সাংবাদিকদের দাবি, মুখ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের খবর কভার করার জন্য আগে থেকে জেলাশাসকের অনুমতি নেওয়া ছিল তাঁদের। কিন্তু তা সত্ত্বেও এই অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে সংবাদমাধ্যমের কর্মীদের। কিন্তু কেন এমনটা হল, তার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রতিবাদে অনেকেই সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।