কোনও অসুস্থতার পর এখনও বাংলার প্রতি ঘরে ঘরে পথ্য হিসাবে ব্যবহৃত হয় শিঙি বা মাগুর মাছের ঝোল৷ এবার এই উপকারী দুই মাছের উৎপাদন বৃদ্ধিতে মনোযোগ দিল কেন্দ্র৷ দেশি শিঙি এবং মাগুর মাছের চাষ বাড়াতে ১ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ কেন্দ্রের৷
রাজ্যের ৬ জেলায় এই দুই মাছ চাষে উদ্যোগী হয়েছে মৎস্য দফতর৷ এর ফলে যেমন বাজারে এর যোগান বাড়বে তেমনই এই মাছ চাষ করে চাষিরাও আয়ের মুখ দেখবেন৷
পূর্ব মেদিনীপুর জেলার সহ মৎস্য অধিকর্তা সৌরিন্দ্রনাথ জানা বলেছেন, ‘জেলায় দিশি শিঙি এবং মাগুর মাছের যোগান কম থাকায় তা বাজারে চড়া দামে বিক্রি হত৷ এই পদক্ষেপ তাই অত্যন্ত লাভজনক৷ এই অর্থবর্ষে আমাদের জেলায় মোট ৮১টি ইউনিট গড়া হবে’৷