দমদমে ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপ্রিয়া কুণ্ডুর স্বামীর রহস্যমৃত্যু নিয়ে সৃষ্টি হল ধোঁয়াশা। মৃতের নাম নির্মল কুণ্ডু। সোমবার সকালে নিজেরই ফ্ল্যাটের নীচে দোকান ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুতে অভিযোগের আঙুল উঠছে বিজেপির দিকে।
যদিও এই মৃত্যুর কারণ কি সে বিষয়ে এখনও সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। তবে পুলিশ মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, কিনা তাও খতিয়ে দেখছে। তবে মনে করা হচ্ছে গত কয়েকদিন ধরেই তিনি কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।