ভারতের বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেলেন আরো একজন খেলোয়াড়। এ বারের বিশ্বকাপ অভিযানে ভারতের যেন শনির দশা লেগেছে। প্রথমে ডান হাতের বুড়ো আঙুলে চিড় ধরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ওপেনার শিখর ধাওয়ান। পাকিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার। এ বার প্র্যাকটিসের সময় জসপ্রীত বুমরাহর ইয়র্কারে পায়ের বুড়ো আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর।
পাকিস্তান ম্যাচে বল হাতে ভালো পারফরম্যান্স করে নজর করেছিলেন বিজয়। কিন্তু তারপরেই প্র্যাকটিসের সময় জশপ্রীত বুমরাহর ইয়র্কার পায়ের বুড়ো আঙুলে চোট পান তিনি। পরের ম্যাচগুলোতে খেললেও বল করতে দেখা যায়নি তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁর জায়গায় দলে নেওয়া হয় ঋষভ পন্থকে। তখনই জল্পনা শুরু হয়েছিল। সেটাই সত্যি হলো। এ বারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল বিজয়ের। শোনা যাচ্ছে, তাঁর জায়গায় দলে নেওয়া হতে পারে ময়ঙ্ক আগরওয়ালকে।
বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, “বিজয় চোট পাওয়ার পর আমরা আশা করেছিলাম ও সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেটা হয়নি। এই অবস্থায় বিজয়কে দলে রাখার কোনও মানে নেই। তাই ওকে দেশে পাঠানো হচ্ছে। তার জায়গায় ময়ঙ্ক আগরওয়ালকে দলে নেওয়া হতে পারে। কারণ ও এলে ওপেনারের ভূমিকায় খেলতে পারবে। যদি ঋষভ ব্যর্থ হয় তাহলে আগরওয়ালকে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে পাঠিয়ে লোকেশ রাহুলকে চার নম্বরে খেলানো হতে পারে।”
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র কয়েকটা ম্যাচ খেলেই বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন বিজয় শঙ্কর। যার জেরে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েন অম্বাতি রায়ডুও। শিখর ধাওয়ান চোট পাওয়ায় দলে সুযোগও পান বিজয়। পাকিস্তানের বিরুদ্ধে ভালো বল করে নজরও করেছিলেন। উইকেট নিয়েছিলেন নিজের প্রথম বলেই। কিন্তু ব্যাট হাতে সেরকম সাফল্য আসেনি। তারপরেও তাঁর উপর ভরসা রেখেছিল দল। কিন্তু চোট পাওয়ায় নিজের প্রথম বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে এই তরুণ অলরাউন্ডারকে।