সেনা-জঙ্গীর গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত হয়ে উঠলো ভূস্বর্গ। আজ সকালে ভারতীয় সেনাবাহিনী ও জঙ্গীদের গুলির লড়াইয়ে উত্তেজনা ছড়ায় কাশ্মীরের বুদগাঁও জেলায়। সেনাবাহিনী সূত্রে খবর, রুটিন তল্লাশি চলছিল এ দিন সকালে। বুদগাঁওয়ের একটি গ্রামে ঢুকতেই নিরাপত্তাবাহিনীর উপর গুলিবৃষ্টি শুরু করে জঙ্গীরা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। সেনাবাহিনী জানিয়েছে, এ দিনের এনকাউন্টারে এক জঙ্গী নিহত হয়েছে। তার দেহ উদ্ধার করা হয়েছে। নিহত জঙ্গীর দেহের পাশ থেকে অত্যাধুনিক কিছু অস্ত্র এবং পাক জঙ্গী সংগঠনের পরিচয়পত্রও মিলেছে।
ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার ঘটনার পর দফায় দফায় সেনা-জঙ্গী সংঘর্ষ হয়েছে উপত্যকায়। এক দিকে যেমন জঙ্গী নিকেশে বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনারা। অন্য দিকে জঙ্গী হানায় পুলওয়ামায় সিআরপিএফ-এর ৪২ জন সেনার মৃত্যুর পর এই ক’মাসে আরও বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে।
দু’দিন আগেই কাশ্মীরে গিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি দেখে শাহ জানিয়েছিলেন, ছ’মাসের মধ্যেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট হবে। কিন্তু এদিনের হামলার ফলে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর উপত্যকা।