লোকসভা ভোটের বহু আগে থেকেই গেরুয়া শিবির যে সন্ত্রাস সৃষ্টি করেছিল গোটা বাংলা জুড়ে তা এখনও অব্যাহত৷ এখনও প্রতিদিন বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন গেরুয়া আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা৷ এবার গোঘাটে ফের আক্রান্ত তৃণমূল৷
গতকাল তৃণমূল কর্মীকে মারধর, তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, বিজেপি–র পথ অবরোধ ও থানায় বিক্ষোভকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল গোঘাটে। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামে বিশাল পুলিশবাহিনী।
ঘটনার সূত্রপাত, এক তৃণমূল কর্মীকে মারধরের কারণে। তৃণমূল নেতা তথা গোঘাট–১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল বলেন, ‘সুকুর আলি খান নামে আমাদের এক কর্মী ভিকদাস মোড়ে বাজার করছিলেন। তখন সিপিএম থেকে আসা কিছু নব্য বিজেপি কর্মী তাঁকে রড দিয়ে মারধর করে। তিনি কানে কিছু শুনতে পাচ্ছেন না। তাঁকে গোঘাট–১ নং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এরপর ওই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকার একটি তৃণমূল কার্যালয়ের সামনে থাকা দলীয় পতাকাগুলি ছিঁড়ে দেয়। কার্যালয়ের মধ্যে থাকা তৃণমূল কর্মীরা প্রতিরোধ করলে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়।’
তৃণমূলের অভিযোগ, ‘ওখানে থাকা বিজেপি কর্মীরা তৃণমূলের গোঘাট–১ নং ব্লক কার্যালয়ে ভাঙচুর চালায়। সেখানে থাকা সমস্ত আসবাবপত্র ভেঙে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট ও তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেয়।’