নিউজিল্যান্ডের হয়ে এই প্রথম কোনো খেলোয়াড় বিশ্বকাপে হ্যাট্রিক উইকেট নিলো। কথা হচ্ছে গতকালের অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে। লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৯ বিশ্বকাপের লিগ ম্যাচে ইনিংসের শেষ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট পরপর তিনটি উইকেট নিয়ে হ্যাট্রিক নেন। তিনি আউট করেন যথাক্রমে উসমান খোওয়াজা, মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফকে৷ খোওয়াজা ও স্টার্ককে ক্লিন বোর্ড করেন তিনি৷ বেহরেনডর্ফকে নিখুঁত ইয়র্কারে এলবিডব্লুর ফাঁদে জড়ান বোল্ট৷
বিশ্বকাপে হ্যাট্রিকের সংখ্যা নেহাৎ কম নয়৷ লর্ডসে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের আগে ১০টি হ্যাট্রিকের ঘটনা ঘটেছে আইসিসি বিশ্বকাপে৷ ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের চেতন শর্মা প্রথমবার বিশ্বকাপে হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেন৷ কাকতলীয়ভাবে ১০টি বিশ্বকাপ হ্যাট্রিকের শেষটিও ছিল এক ভারতীয়র৷ চলতি বিশ্বকাপেই আফগানিস্তানের বিরুদ্ধে পর পর তিন বলে তিনটি উইকেট নেন মহম্মদ শামি৷ গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসের শেষ ওভারে পর পর তিনটি উইকেট নিয়ে সেই ধারাটাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন ট্রেন্ট বোল্ট৷ একইসঙ্গে প্রথম কিউয়ি ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেন তিনি৷
ওয়ান ডে ম্যাচে এর আগেও একবার হ্যাট্রিক করেছেন বোল্ট৷ গত বছর নভেম্বরে আবু ধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে পর পর তিন বলে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি৷ সেদিক থেকে দেখলে ওয়ান ডে ম্যাচে এটি বোল্টের দ্বিতীয় হ্যাট্রিক৷ বোল্টের আগে ড্যানি মরিসন ও শেন বন্ড নিউজিল্যান্ডের হয়ে ওয়ান ডে ম্যাচে হ্যাট্রিক করেন৷ তবে সেগুলোর কোনটিই বিশ্বকাপের ম্যাচ ছিল না৷
লসিথ মালিঙ্গা একমাত্র ক্রিকেটার যিনি বিশ্বকাপে দু’বার এবং ওয়ান ডে ক্রিকেটে মোট তিনবার হ্যাট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন৷ যার মধ্যে একবার তিনি পরপর চার বলে তুলে নিয়েছেন প্রতিপক্ষের চারটি উইকেট৷ আর এই বিশ্বকাপেই মহম্মদ শামি সাউদাম্পটনে লিগ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ভারতীয় হিসাবে হ্যাট্রিক করেন৷ তিনি পর পর তিন বলে আউট করেন মহম্মদ নবি, আফতাব আলম ও মজিব উর রহমানকে৷