দ্বিতীয়বারের জন্য ফের দেশজুড়ে উঠেছে গেরুয়া ঝড়৷ কিন্তু ক্ষমতায় আসার ২ মাসও কাটল না৷ তারমধ্যেই ফের সামনে এল মোদী সরকারের ব্যর্থতা৷ খরচে বেলাগাম মোদী সরকার৷
গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে ২০১৯-২০ আর্থিক বছর। আর গত মে মাসের শেষে কেন্দ্রীয় সরকারের আর্থিক ঘাটতির পরিমাণ ছিল ৩.৬৬ ট্রিলিয়ন টাকা। যা বাজেটে সমগ্র আর্থিক বছরের জন্য নির্ধারিত ঘাটতির ৫২ শতাংশ। শুক্রবার সরকারের প্রকাশিত পরিসংখ্যান থেকে এই তথ্য সামনে এসেছে। প্রসঙ্গত, ১ ট্রিলিয়নের অর্থ হল ১,০০০,০০০,০০০,০০০।
বিগত আর্থিক বছরের মতো ২০১৯-২০ আর্থিক বছরে আর্থিক ঘাটতির পরিমাণ ৩.৪ শতাংশের মধ্যে বেঁধে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। সাধারণ বাজেটের প্রাক্কালে দাঁড়িয়ে সাম্প্রতিকতম এই পরিসংখ্যান দেশের নতুন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সরকারি পরিসংখ্যান অনুসারে, চলতি আর্থিক বছরের প্রথম ২ মাসে কর বাবদ নিট ১.১৫ ট্রিলিয় টাকা আয় হয়েছে সরকারের। সেখানে মোট খরচ হয়েছে ৫.১৩ ট্রিলিয়ন টাকা।
এই বেলাগাম খরচ ফের প্রমাণ করল দেশ চালাতে মোদী কতটা অযোগ্য৷ অার্থিক কোষাগারের এই চিত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মোদী সরকারের দুর্নীতিকে৷