টিম হোটেলে সমর্থকদের অসভ্যতা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় শিবিরে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ বার্মিংহ্যামের ব্রিজ স্ট্রিটে কোহলিদের হোটেল হায়াত রিজেন্সিতে। ভারতীয় দলের পক্ষ থকে ঘটনার পর হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানানো হয় বলে খবর।
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জয়ের পর আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে শুক্রবার সকালেই বার্মিংহ্যাম পৌঁছয় ভারতীয় দলে। বিকেল সাড়ে চারটে নাগাদ হঠাৎই ৩ জন উগ্র সমর্থক ভারতীয় দলের হোটেলের লবিতে ঢুকে পরে। শুরু হয় চেঁচামেচি। এরপর নিরাপত্তার বেষ্টনী টপকে অনুমতি ছাড়াই ক্রিকেটার ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলতে থাকে। মদ্যপ অবস্থাতেই ওই তিন সমর্থক হোটেলের লবিতে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে।
অভিযোগ টিম ম্যানেজমেন্টের এক সদস্যের কাছে হোটেলে প্রবেশের অনুমতিও চায় তারা। এরপর ভারতীয় দলের তরফ থেকে বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। সূত্রের খবর, অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে হায়াত রিজেন্সী কর্তৃপক্ষ এবং পরবর্তী সময় কোহলিদের ব্যক্তিগত নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এমনকি হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে সেই ৩ উগ্র সমর্থককে সাবধানও করা হয়।
হোটেলের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের পাশাপাশি আইসিসির তরফ থেকেও একজন অতিরিক্ত সিকিউরিটি পার্সোনাল মাওতায়েন করা হয়েছে ক্রিকেটারদের হোটেলে। তারপরেও এমন একটি ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্ন উঠেছে। তবে মাঠের বাইরের এইসব ঘটনায় বিশেষ মাথা ঘামাতে নারাজ বিরাটবাহিনী। ইংল্যান্ডকে হারিয়ে রবিবাসরীয় এজবাস্টনে সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে ‘মেন ইন ব্লু’।