বিশ্ব ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে ওয়ান ডে-তে ১১ হাজার রানের রেকর্ড বিরাট কোহালি। পাকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপেই সচিনকে অতিক্রম করে এই রেকর্ড করলেন বিরাট। সচিনের থেকে ৫৪ ইনিংস কম খেলে বিরাট এই রেকর্ড এর অধিকারী!
ব্রায়ান লারা ও সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের রেকর্ডও এখন বিরাটের কাছে। মাত্র ৪১৬টি ইনিংস খেলে তাঁর এই রেকর্ড। তৃতীয় ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে এই নজিরটি গড়লেন তিনি।‘ত্রিনিদাদের রাজপুত্র’ ও ‘মাস্টার ব্লাস্টার’ সমান সংখ্যক রান করতে নেন ৪৫৩টি ইনিংস।
আইপিএলে তাঁর দল ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স তেমন সফল না হলেও ব্যাক্তিগতভাবে সফল বিরাট। এক মরসুমে ৯৭৩ রান করার রেকর্ড আছে বিরাটের। ২০১৬ সালের আইপিলে এই নজিরটি গড়েন তিনি।
১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে মোট দিন হিসাবেও সবচেয়ে দ্রুত কোহালি। স্বদেশীয় রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে ১০ বছর ও ৬৮ দিনে এই নজির গড়েন তিনি।
প্রথম ব্যাটসম্যান হিসাবে দু’টি ভিন্ন দলের বিরুদ্ধে পর পর তিনটি শতরান করেন কোহালি। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা এক্ষেত্রে তাঁর ব্যাটিং ব্রিলিয়ান্সের সাক্ষী থাকে।
অধিনায়ক কোহালি কিন্তু ব্যাটসম্যান কোহালির ওপর প্রভাব ফেলতে পারেনি। অধিনায়ক হিসাবে টেস্টে মাত্র ৬৫টি ইনিংস খেলে চার হাজার রান করেন কোহালি।ভাঙেন অধিনায়ক লারার রেকর্ড। সবমিলিয়ে বিশ্ব ক্রিকেট মহল আজ নিশ্চিন্তে একটা কথা বলতে পারে রেকর্ড এর অপর নাম বিরাট।