আজ ভারতীয় সময় ভোর রাতে কোপার আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল আর্জেন্টিনা। খেলা ছিল ভেনেজুয়েলার বিরুদ্ধে। সেই ম্যাচ জিতে আরও একবার কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ২ গোলে হারিয়ে উনিশের লাতিন মহারণের শেষ চারের টিকিট কনফার্ম হল মেসিদের। যেই ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে নামতে হবে আর্জেন্টিনাকে। ফলে মনে করা হচ্ছে, এই সেমিফাইনাল ম্যাচই ধারেভারে ফাইনালের মতো হতে চলেছে।
ভেনেজুয়েলা ম্যাচেও খুব একটা আহামরি ফুটবল খেলতে পারেনি মেসিরা। তবে গত ম্যাচ গুলোর থেকে দলকে এই দিন বেশি সঙ্ঘবদ্ধ মনে হয়েছে। বল দখলে আর্জেন্টিনা খুব একটা এগিয়ে না থাকলেও, ফুটবলে যেটা সবচেয়ে বেশি দরকারি, শুরুতেই সেই গোলটা করে ফেলে নীল-সাদা জার্সির প্লেয়াররা। খেলা শুরুর দশ মিনিটের মাথাতেই ভেনেজুয়েলার জাল নাড়িয়ে দেন এল মার্টিনেজ। মেসিকে জোনাল মার্কিং-এ ফেলে আর্জেন্টিনার আক্রমণকে ঠেকানোর চেষ্টা করেছিল ভেনেজুয়েলা। কিন্তু সেই কৌশলে বিশেষ লাভ হয়নি। মেসির পিছনে মার্কার লেগে থাকায় ফ্রি খেলে যায় বাকিরা। দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান জি লো সোলাসো।
আর এই ম্যাচ শেষ হওয়ার পরেই এখন শুরু হয়ে গিয়েছে পরের ম্যাচের হিসেব। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, তুল্যমূল্য বিচারে কে কতটা এগিয়ে, সেমির ম্যাচে কার পাল্লা সবথেকে ভারী, এখন থেকে সেই হিসেবই কষছেন ফুটবলপ্রেমীরা। একদিকে নেমারহীন ব্রাজিল, অন্যদিকে মেসির আর্জেন্টিনা। তাই অপেক্ষা এখন মেগা সেমিফাইনালের।