কাল বিশ্বকাপে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ঘটলো এক অদ্ভুত ঘটনা। ম্যাচের মাঝে হঠাৎই থাবা বসাল মৌমাছি! যার ফলে চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে মৌমাছির হানায় বেশ কিছু বন্ধ ছিল শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার লড়াই৷ পরে মৌমাছির দল মাঠ ছাড়তে ফের খেলা শুরু হয়৷
শুক্রবার রিভারসাইড গ্রাউন্ডে প্রতিপক্ষ ছাড়াও ক্রিকেটারেদর লড়তে হয় মৌমাছির বিরুদ্ধে৷ শ্রীলঙ্কা ইনিংসের ৪৮তম ওভারে প্রোটিয়া মিডিয়াম পেসার ক্রিস মরিসের বিরুদ্ধে স্ট্রাইক নিচ্ছিলেন লঙ্কা ব্যাটসম্যান ইসুরু উদানা৷ সেই সময় মাঠে হানা দেয় মৌমাছির দল৷ একবারে বাইশ গজে এসে পড়ে তারা৷ সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা৷ শুধু তাই নয়, মৌমাছির আক্রমণের হাত থেকে বাঁচতে মাঠেই মাথা নিচু করে শুয়ে পড়েন ১৩ জন ক্রিকেটার ও দু’জন আম্পায়ার৷
তবে ক্রিকেট মাঠে মৌমাছির হানা প্রথমবার নয়৷ অতীতেও অনেক বার এমনটা ঘটেছে৷ শুধু তাই নয়, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও দু’বছর আগে একই ঘটনা ঘটেছিল৷ ৪ ফেব্রুয়ারি, ২০১৭ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে হানা দিয়েছিল মৌমাছির দল৷ সেবারও একইভাবে মাঠের মধ্যে মাথা নিচু করে শুয়ে পড়ে মৌমাছির আক্রমণ থেকে নিজেদের বাঁচিয়েছিলেন ক্রিকেটার ও আম্পায়াররা৷ পরে খেলা শুরু হলে সাত উইকেট ম্যাচ জিতে নিয়েছিল প্রোটিয়াবাহিনী৷
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগেই অবশ্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা৷ কারণ ৭ ম্যাচে ডু’প্লেসিদের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট৷ একটি মাত্র জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা৷ পাঁচটিতে হার এবং একটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়৷ সুতরাং বিশ্বকাপের এই ম্যাচ প্রোটিয়াদের কাছে ছিল সম্মানের লড়াই৷ এই ম্যাচ জিতে নিজেদের সম্মান কিছুটা হলেও রক্ষা করলো ডু’ প্লেসি-ইমরান তাহিররা।