চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারানোর পরের দিন ধোনির ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করলেন তাঁর দুই সতীর্থ যশপ্রীত বুমরা এবং যুজবেন্দ্র চহাল। সেদিনের ম্যাচে ২৮.৫ ওভারে ভারতের রান ছিল ১৪০-৪। এই সময় ধোনি ব্যাট করনে নামেন। প্রাক্তন অধিনায়ক ৬১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে দলের রান পৌঁছে দেন ২৬৮ রানে।
ধোনির প্রশংসা করে বুমরা বলছিলেন, ‘‘কখনও কখনও মনে হয় ধোনি ভাই হয়তো ধীর গতিতে ব্যাটিং করছে। কিন্তু তা নয়। ওই পিচে সময় নিয়ে ব্যাটিং করা জরুরি ছিল। ধোনি ভাই সেটাই করেছে এবং আমাদের ইনিংসকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। ওই পিচে ২৬৮ ভাল রান”। চহাল টিভি-তে বলা এই বক্তব্যের ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। বুমরা আরও যোগ করেন, ‘‘এই রকম পরিস্থিতিতে ধোনি ভাইয়ের অভিজ্ঞতা আমাদের সাহায্য করে। চাপটা নিজের উপর নিয়ে ইনিংসকে টেনে নিয়ে যায় ধোনি ভাই। তরুণ ক্রিকেটাররা ও সব ইনিংস দেখে শেখে। আমার মতে খুব উঁচু মানের ইনিংস ছিল ধোনি ভাইয়ের।’’
ধোনির পরে ব্যাটিং লাইন আপে ছিলেন চহাল ও বুমরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চহাল এবং বুমরা দু’জনই দুটি করে উইকেট নেন। যদিও ফাস্ট বোলার বুমরার সামনে হ্যাটট্রিক করার সুযোগ ছিল। কার্লোস ব্রাথওয়েট এবং ফাবিয়ান অ্যালেনকে পরপর দুই বলে আউট করেন বুমরা। কিন্তু তৃতীয় বল কোনও মতে সামলে দেন কেমার রোচ। ২৭তম ওভারের প্রথম বলে বুমরা ছন্দে থাকা ব্রাথওয়েটকে ফেরান। ধোনি দুরন্ত ক্যাচ নেন তাঁর। ‘‘আউট সুইংগার করার চেষ্টা করেছিলাম। বলটা ব্যাটের কানায় লাগে এবং তার পরে ক্যাচটা সবাই দেখেছে। বহু বছর ধরেই এ রকম দুরন্ত ক্যাচ নিচ্ছে ধোনি ভাই।’’ পরের বলে ফাবিয়ান এলবিডব্লিউ হয়ে ফেরেন। হ্যাটট্রিকের বলে কেমার রোচকে ফেরাতে না পারলেও বুমরা তাঁর পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরে খুশি।