ইতিমধ্যে বিজেপির তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যেভাবে সাত দফায় ভোট হয়েছে রাজ্যে। তেমনই ধাপে ধাপে তৃণমূল ছেড়ে বিধায়করা বিজেপিতে যোগ দেবেন। বিজেপির মুকুল রায় তৃণমূলকে হুঁশিয়ারির সুরে বলেছিলেন, তৃণমূল থেকে বিজেপিতে কর্মীরা যোগদান করবেন। এই অবস্থায় ‘ম্যাজিক’ দেখালেন অনুব্রত মন্ডল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বহু নেতা। অনুব্রত মন্ডলের খাসতালুক আউশগ্রামে শাসকদল তৃণমূলের তরফে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সেই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বহু নেতাই। ছিলেন বীরভূমের ‘বেতাজবাদসা’। তাঁর হাত ধরেই বিজেপি ছাড়লেন বহু নেতা-কর্মী। বিজেপির পাশাপাশি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন ৩০০ জন কর্মী-সমর্থক। নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত।
পরে সংবাদমাধ্যমের কাছে অনুব্রত মন্ডল দাবি করেন, বিরোধী দল থেকে ১,৬০০ কর্মী তৃণমূলে যোগদান করতেন। কিন্তু, বৃষ্টির জন্য অনেকেই সভায় আসতে পারেননি। পরে শাসকদল তৃণমূলে সবাই আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বলে জানিয়েছেন অনুব্রত মন্ডল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এলাকার সিপিএম নেতা মনোহর রুজ তৃণমূলে যোগ দিয়েছেন।
ভোটের পর থেক দলবল নিয়ে দফায় দফায় বিজেপিতে যোগদান করছেন বিধায়করা। যা অবশ্যই শাসকদলের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলাফলের পর আত্মবিশ্বাসী বিজেপি শাসকদলের বহু ঘাঁটিতে ভাঙন ধরাচ্ছে। সেখানে দাঁড়িয়ে এবার বিজেপিকে পালটা চাল দিলে অনুব্রত।