মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ঘুরে দাঁড়িয়েছে বাংলা। তৃণমূল জমানায় উন্নয়নের জোয়ার বইছে রাজ্য জুড়ে। আজ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের বাজেট নিয়ে আলোচনায় এ সমস্ত কথাই তুলে ধরেন তৃণমূলের বিধায়করা। রাজস্ব আদায় বাড়িয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, হাসপাতাল তৈরি করে রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বরে নিয়ে গিয়েছেন বলে দাবি করেন তৃণমূল বিধায়করা।
এদিনের আলোচনায় শাসক দলের পক্ষে ছিলেন জ্যোতির্ময় কর, বঙ্কিম হাজরা, সমরেশ দাস, কল্লোল খান, তাপস সাহা, সৌরভ চক্রবর্তী এবং শেখ শাহনওয়াজ। বিরোধী দলের পক্ষে সিপিএমের অশোক ভট্টাচার্য ছাড়াও বক্তব্য রাখেন কংগ্রেসের নেপাল মাহাত, ফিরোজা বেগম, মইনুল হক, ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজ। তবে বক্তব্যের শুরুতে অপ্রয়োজনীয় মন্তব্য করে তিরস্কৃত হয়েছেন আলি ইমরান রামজ।
তিনি যখন বক্তব্য রাখতে ওঠেন সেই সময় অধ্যক্ষের আসনে বসেন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। তাঁর নামোল্লেখ করা মাত্রই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এসে পড়েন। সঙ্গে সঙ্গে আলি ইমরান রামজ বলেন, আমি বলতে উঠলাম আপনি চলে এলেন। অধ্যক্ষ অসন্তুষ্ট হয়ে তাঁকে ভর্ৎসনা করে বলেন, লঘু কথা একদম বলবেন না। এটা বিধানসভা, মনে রাখবেন। পাড়ার ক্লাব নয়।