লোকসভা ভোটের পর থেকেই এ রাজ্যে শুরু হয়েছে বিজেপি সন্ত্রাস। গেরুয়া শিবিরের শক্তিবৃদ্ধি হতেই বাংলার বিভিন্ন প্রান্তে রক্ত ঝড়েছে তৃণমূল নেতা-কর্মীদের। এবার ব্যান্ডেলে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান ঋতু সিংয়ের স্বামী দিলীপ রাম। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, মাথার পিছনে গুলি লেগেছিল দিলীপবাবুর। জানা গিয়েছে, ব্যান্ডেল স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন দিলীপবাবু। সেই সময়ই অতর্কিতে ২ জন দুষ্কৃতী এসে গুলি চালায়।
আহত দিলীপবাবুর স্ত্রী এদিন বলেছেন, এর আগেও তাঁর স্বামীর উপর হামলা হয়েছিল। গত ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন হামলা হয় দিলীপবাবুর উপর। এই ঘটনায় লালা নামের এক ব্যক্তির বিরুদ্ধে তোপ দেগেছেন পঞ্চায়েত প্রধান ঋতু সিং। তাঁর দাবি, লালা জেলে থাকলেও তার ভাইয়েরাই এই কাণ্ড ঘটিয়েছে। জানা গেছে, সেই ব্যক্তিরা বিজেপি আশ্রিত দুষ্কৃতী।
পুলিশ জানিয়েছে, দিলীপবাবু রেলে চাকরি করতেন। আপাতত ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার তৃণমূল নেতারা। আচমকাই এ হেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। এই ঘটনার বিরোধিতায় আগামী রবিবার অর্থাৎ কালকেই চুঁচুড়া বনধের ডাক দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।