‘বারাকপুরের সাংসদের নেতৃত্বেই ভাটপাড়ায় হামলা চালিয়েছে দুষ্কৃতীরা৷ গ্রেপ্তার করতে হবে অর্জুন সিংকে৷’ ভাটপাড়া এলাকা ঘুরে দেখে এই মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷
ভাটপাড়ার পরিস্থিতির জন্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে নিশানা করে ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা কিছুতেই ভাটপাড়াতে অরাজকতা সৃষ্টি করতে দেব না৷ এক সপ্তাহ পর আবার ফিরব৷ বিজেপি এখানে সন্ত্রাস চালাচ্ছে৷ উত্তরপ্রদেশ, বিহার থেকে লোক এনে হিংসার পরিবেশ তৈরি করছে৷ কেবল মুসলমান নয়, বাঙালিদেরও মারা হয়েছে৷ অর্জুন সিংয়ের ক্রিমিনাল বাহিনীর কাছে অস্ত্র মজুত রয়েছে৷ অর্জুন সিংকে গ্রেপ্তার করতে হবে৷ ওর ক্ষমতা নেই এখানে শান্তি ফেরাতে পারবে৷ ভাটপাড়ায় শান্তি ফেরাতে তৎপর রাজ্য৷ সারা বাংলায় বিজেপি সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টির চেষ্টা করছে৷ যা রুখে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’৷
ভাটপাড়ায় সংঘর্ষের ঘটনায় মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন কলকাতার মেয়র। এছাড়াও পরিবারের একজনকে সরকারি চাকরি এবং ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷