গত ২ বারের মতো এবারও ম্যাচ গড়াল টাইব্রেকারে। তবে শেষ দৃশ্যটা আগের থেকে আলাদা। ওই দু’বারের মতো এ বারও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল -প্যারাগুয়ে। কিন্তু উনিশের কোপায় শেষ হাসি হাসল সেলেকাওরা। ৯০ মিনিট গোলশূন্য থাকার পর এক্সট্রাটাইমেও গোলের মুখ খুলতে পারেনি দু’দল। শেষে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতল ব্রাজিল।
ফুটবল বিশেষজ্ঞদের মত ছিল, প্যারাগুয়ে চূড়ান্ত রক্ষণাত্মক ফুটবল খেলতে পারে। হলও তাই। গোটা ম্যাচ ধরে প্রায় ৬-৭ জন খেলোয়াড় মিলে ডিফেন্স করল। আর বহু চেষ্টা করেও রবার্তো ফিরমিনহো, কুটিনহোরা গোলের মুখ খুলতে পারল না। ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যান বালবুয়েনা। দশ জন হয়ে পড়ে প্যারাগুয়ে। তবুও গোল মুখ খুলতে পারেনি ব্রাজিল।
যার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম শট মারতে আসে প্যারাগুয়ে। ব্রাজিলের তেকাঠির নীচে দাঁড়ানো আলিসন বাঁদিকে দুরন্ত ঝাঁপিয়ে ফিস্ট করে সেভ করে শট। এরপর ব্রাজিলের তৃতীয় শট সেভ করে দেয় প্যারাগুয়ের গোলকিপার। প্যারাগুয়ের চতুর্থ শট ফের সেভ করে দেন আলিসন। সাডেন ডেথে যাওয়ার আগেই হিসেব শেষ করে ব্রাজিল। পঞ্চম শট জালে জড়িয়ে নিশ্চিত করে শেষ চার।