কংগ্রেসের সভাপতি থাকতে চান না, এমনটাই আগেই বলেছেন তিনি। বহু অনুরোধ স্বত্ত্বেও নিজের সিদ্ধান্ত থেকে একচুলও নড়েননি। এবার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা
বীরাপ্পা মৈলীর। কংগ্রেসের শীর্ষে থাকার এক শতাংশও সম্ভবনা নেই রাহুলের, এমনটাই দাবি তাঁর। তিনি সাংবাদিক বৈঠকে জানান, রাহুল গান্ধী বারংবার বলেছেন তিনি তাঁর সিদ্ধান্ত থেকে একচুলও নড়বেন না। কংগ্রেসের সভাপতির পদে অধিষ্ঠিত থাকতে নারাজ রাহুল, লোকসভা ভোটের পরপরই ২৩মে দিল্লিতে কংগ্রেসর ওয়ার্কিং কিমিটির বৈঠক ডেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেয় সোনিয়া পুত্র। সে বিষয় নিয়েই দলের অন্দরমহলে ও বাইরে জল্পনা ছিল তুঙ্গে। সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও একথা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন কংগ্রেসের বরিষ্ট নেতা বীরাপ্পা মৈলী।
শুক্রবার তিনি জানিয়ে দেন রাহুল তাঁর সিদ্ধান্তে অনড় থাকছেন, তাঁর এক শতাংশও সম্ভাবনা নেই সভাপতির পদে টিকে থাকার। তিনি আরও বলেন, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন নতুন নামের প্রস্তাব আসেনি। একইসঙ্গে রাহুলের পদত্যাগ পত্রও গৃহীত হয়নি এখনও অবধি। বস্তুত, এর আগে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, লোকসভায় ঘুরে দাঁড়াতে কংগ্রেসের অন্দরে বড়সড় সার্জারির প্রয়োজন।
কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসাবে রাহুলের জায়গায় প্রিয়াঙ্কা গান্ধীর বঢরার নাম এলেও, বিষয়টিকে এড়িয়ে গিয়ে বীরাপ্পা মৈলী বলেন, “কংগ্রেসের ওয়ার্কিং কমিটি যা সিধান্ত নেবে সেটাই শিরধার্য হবে।”