কোনও দিনই রাজনৈতিক সৌজন্যতাবোধের ধার ধারেনি গেরুয়া শিবির। এবারও সৌজন্যতাবোধ শিকেয় তুলে মানহানি করতে এক তৃণমূল কাউন্সিলরের বাড়ির দেওয়ালে কালি দিয়ে ‘চোর’ লিখে দিলেন, ইসলামপুর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হওয়া সৌম্যরূপ মণ্ডল। কাটমানি নেওয়ার কোনও অভিযোগই ওঠেনি ইসলামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা ছেত্রীর নামে। কিন্তু তা সত্ত্বেও ভুয়ো অভিযোগ তুলে বৃহস্পতিবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানেই ওই ছবি দেখা গেছে।
তৃণমূলের একাংশের বক্তব্য, অভিযোগ থাকলে প্রশাসনের কাছে জানান। কিন্তু এ ভাবে বাড়ির দেওয়ালে ‘চোর’ লিখে অপবাদ দেওয়াটা নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। প্রশাসনও জানিয়েছে, তারা এ রকম কোনও অভিযোগ পায়নি। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘কারও বিরুদ্ধে এখনও অভিযোগ আসেনি।’গতকাল শম্পার বাড়ির গেটে রীতিমতো প্ল্যাকার্ড গুঁজে দিয়ে বিক্ষোভে সামিল হয় বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন দলের ইসলামপুর টাউন সভাপতি সৌম্যরূপ এবং এলাকার বিজেপি নেতা-কর্মীরা। যা নিয়ে সরব তৃণমূল।
