খানাকুলের কিশোরপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘাসুয়া গ্রামে ২ তৃণমূল কর্মীকে বেধড়ক মারের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে, তবে সেদিনই সকাল বেলা খানাকুলে দলের এক বিক্ষোভ কর্মসূচীতে যোগ দিয়েছিলেন ওই এলাকার তৃণমূল কর্মী অসিত মাইতি ও বিশ্বনাথ সামন্ত। অসিত মাইতির স্ত্রী শুক্লা মাইতি ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য।
রাতে তৃণমূলের কার্যালয়ে বসে ছিলেন। সেখানেই তাদের উপর হামলা করা হয়। তৃণমূল ব্লক সভাপতি অভিজিৎ বাগ জানান, “তখন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। দু’জনকেই বেধড়ক মারধর করা হয়। অসিত মাইতিকে নদীর বাঁধ থেকে ঠেলে ফেলা হয়”। অভিজিৎবাবুর দাবি, তৃণমূল কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করেছে।
