মমতার সরকার বাংলার মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। আদিবাসী উন্নয়নের জন্যও বিভিন্ন প্রকল্প নিয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোর প্রশ্নের জবাবে বলেন, “আদিবাসীদের উন্নয়নে চালু প্রকল্পগুলির মধ্যে রয়েছে সবুজসাথী, সামাজিক সুরক্ষা প্রকল্প, শিক্ষাশ্রী, বার্ধক্যভাতা, বৃত্তিপ্রদান প্রভৃতি কাজ করা হয়েছে। সেই সঙ্গে আদিবাসী অধ্যুষিত এলাকার পরিকাঠামোগত উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে আদিবাসী দফতর”।
এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, “পর্ষদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, ছোট ছোট জনজাতির উন্নয়নে রাজ্য সরকার যে সব পরিকল্পনা নিয়েছে তাতে সকলেই উপকৃত হয়েছেন। তাদের জন্য আমরা আবাসন তৈরি করবো। বাদ্যযন্ত্র কিনবো”। এছাড়াও বাজবংশী উন্নয়ন বোর্ডের প্রদত্ত অর্থের বিষয়ে তিনি বলেন, ” আমরা রাজবংশী উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় অর্থ দিয়েছি, তারা কাজ করছে”।
