কথায় আছে, “হিস্ট্রি রিপিটেড ইটসসেল্ফ!” গোদা বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, “ইতিহাসের পুনরাবৃত্তি!” এ যেন সত্যিই তাই। ১৯৯২-এর সাথে এবারের বিশ্বকাপেও পাকিস্তানের পারফর্ম্যান্সের হুবহু মিল। সে বারও খুব খারাপ ভাবে শুরু করা পাকিস্তান শেষ পর্যন্ত ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জেতে। এ বারেও শুরু থেকে তেমন ভাল খেলতে না পারা পাকিস্তান যেন জেগে উঠল কিউয়িদের বিরুদ্ধে। ওই ২ বারের বিশ্বকাপের মধ্যে রয়েছে একাধিক মিল। কেমন সে সব মিল? দেখে নেওয়া যাক।
পাকিস্তান সেই বারও তাঁদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের মধ্যে দিয়ে। এ বারও তাঁরা প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সাত উইকেটে হেরে অভিযান শুরু করে। সেই বার বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল তাঁদের তৃতীয় ম্যাচ। এ বারও পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচ বরুণদেবের কল্যাণে বাতিল হয়ে যায়। যদিও সে বার পাকিস্তান ব্যাট করেছিল। এ বার একটি বলও গড়াইনি ব্রিস্টলের ২২ গজে। চতুর্থ ও পঞ্চম ম্যাচ দু’টি পাকিস্তান হারে। অদ্ভুত ভাবে এই ঘটনাটিও মিলে গিয়েছে এই বারের সঙ্গে। চতুর্থ ও পঞ্চম ম্যাচ অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হারে পাকিস্তান। সেই বারও ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টি বিঘ্নিত ছিল। এইবারেও বৃষ্টির প্রভাব পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে। সে বারের মত এ বারেও শেষ হাসি হাসে ভারতীয় দল।
দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১৯৯২ বিশকাপে ষষ্ঠ ও সপ্তম ম্যাচ জেতে পাকিস্তান দল। এইবারেও সেই চিত্র দেখা গিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর জিতেছে পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে খেলার আগে কিউয়িরাও অপরাজিত ছিল। এ বারেও বাবর আজমদের বিরুদ্ধে নামার আগে প্রথম ছয় ম্যাচ অপরাজিত ছিলেন কেন উইলিয়ামসনরা। সে বারেও পাকিস্তানের জয়ের কাণ্ডারি ছিলেন বাঁ-হাতি স্পিডস্টার ওয়াসিম আক্রম। এ বারেও পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছে আরেক বাঁ-হাতি পেসার মহম্মদ আমিরের কাঁধে ভর করেই।
বিশ্বকাপে সাত ম্যাচে ১৬ উইকেট নিয়ে উইকেট তালিকায় তিন নম্বরে আছেন দুরন্ত ছন্দে থাকা আমির। ’৯২-এর বিশ্বকাপ সাক্ষী ছিল তরুণ প্রতিভাবান ক্রিকেটার ইনজামাম-উল-হকের উত্থানের। এই বার সেই পরিবারেরই আরেক তরুণ প্রতিভাবান খেলোয়াড় খেলছেন পাকিস্তান দলে। ইনজামামের ভাইপো ইমাম-উল-হক পাকিস্তানের হয়ে এই বিশ্বকাপে ব্যাটিং ওপেন করতে নামছেন। ১৯৯২ বিশ্বকাপের আগের দু’টি বিশ্বকাপ জেতে কপিল দেবের ভারত ও অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপের আগে ২০১১ ও ২০১৫ এর বিশ্বকাপ ওঠে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়ার হাতে। এত মিল দেখে আশায় বুক বাঁধছেন পাকিস্তানি সমর্থকরা। স্বপ্ন দেখছেন, ইমরান খানের মতো সরফরাজ আহমেদের হাতেও এবার উঠবে বিশ্বকাপ। দেশে কাপ আসবে আবার।