আজ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহম্মদ শামিকে বসিয়ে ভুবনেশ্বর কুমারকে খেলানোর পক্ষে সওয়াল করলেন শচীন তেন্ডুলকর। যদিও আফগানিস্তান ম্যাচে হ্যাটট্রিক সহ চারটি উইকেট নিয়েছেন শামি। এক সাক্ষাৎকারে মাস্টার ব্লাস্টার জানিয়েছেন, “এটা খুবই ভালো খবর যে ভুবি ফিট হয়ে উঠেছে। আমি ওর মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস দেখেছি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যদি আমাকে সামি ও ভুবির মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি ভুবিকেই বেছে নেব”।
২০১৩ সালে মুম্বইয়ে ২০০তম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন শচীন। আজ ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের ম্যাচের বিষয়ে মাস্টার ব্লাস্টার বলেছেন, “গত ম্যাচে ভালো পারফর্ম করার পরেও যদি সামিকে ড্রেসিংরুমে বসতে হয়, তাহলে খারাপ লাগাটাই স্বাভাবিক। তবুও আমি বলব এই ম্যাচের জন্য সামির জায়গায় ভুবিকেই বেছে নেওয়া উচিত। তার একটাই কারণ, ভুবি বল অনেক বেশি মুভ করাতে পারে। বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলে ক্রিস গেইলের খেলতে সমস্যা হয়। তাই গেইলের বিরুদ্ধে ভুবি অনেক বেশি কার্যকরী হবে বলেই আমার ধারণা”।
