ভারত দু’টো ম্যাচ পিছিয়ে আছে অন্য দেশের থেকে। এই বিষয়টা একটু অদ্ভুত হলেও এর একটা সুফল ভারত নিশ্চিতভাবেই পেয়ে যাচ্ছে। সেমিফাইনালে যাওয়ার জন্য এর ফলে বাড়তি গতি পেয়ে গেল ভারত। অন্য দিকে, একটা ম্যাচের থেকে অন্য ম্যাচের ব্যবধান বেশি না হলে ক্রিকেটারদের চোট পাওয়ার সুযোগ বাড়ে। সবাই যদিও এখন আইপিএল খেলে, যেখানে ভিন্ন ধরনের ফিটনেসের প্রয়োজন হয়। কিন্তু কখনও কখনও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে একটা দিনের বিশ্রামের প্রয়োজন হয়।
কিছু দিন আগে পর্যন্ত আমরা ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বিশেষ কথাবার্তা বলতাম না। কিন্তু জেসন হোল্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে ভিন্ন ঘরানার ক্যারিবিয়ার ক্রিকেটাররা রয়েছে আর তাই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কঠিন লড়াই হবে আজ। জাক কালিস বলছেন, নিজের দেশের কথা ভেবে এখন খারাপই লাগছে। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সময় অনেক ভালো সময় এবং অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছি। দুর্ভাগ্যক্রমে বিশ্বকাপেই বেশি খারাপ স্মৃতি রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে হারের পর ফাফ দুপ্লেসি যা বলছিল, তাতে হতাশা ধরা পড়েছিল। কিন্তু, এখন একজন কড়া নেতা দরকার। হতাশ হয়ে লাভ নেই। বিশ্বকাপ আমাদের খুব খারাপ কেটেছে। কিন্তু, এখন তো কিছু আর করা যাবে না। তবে, এই ভুল থেকে যদি শিক্ষা নেওয়া যায়, তা হলে লাভ হবে”।
