ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সোজা হাঁটতে পারছেন না, টলছেন। নাহ, সাধারণ নাগরিক নন, সোনারপুরের আইসি! আর মিছিলের উদ্দেশ্যটা যদি হয় মাদক বিরোধী সচেতনতা, আর দিনটা যদি হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস! ব্যাস, তালে তো আর কোনও কথাই নেই। এমন ঘটনাই ঘটেছে সোনারপুরে।
বারুইপুর পুলিশের তরফে বুধবার সোনারপুর থেকে বৈকণ্ঠপুর পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছিলেন। হাজির ছিলেন বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদমুনির খান। আর সেই মিছিলেই থানার আইসি কি না ‘মত্ত’ অবস্থায় টলতে টলতে বক্তৃতা দিচ্ছেন! আইসি-র এই কীর্তি দেখে চোখ কপালে ওঠে মিছিলে অংশগ্রহণকারীদের। শেষে পরিস্থিতি সামাল দিতে, আইসি-কে বাড়ি চলে যেতে বলেন উপস্থিত পুলিশ কর্তারা।
পুলিশ সুপার রশিদ মুনির খান বলেন, “ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে”। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। তবে অসিতবরণ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না।