তৃণমূলের ওপর হামলা- এ যেন গেরুয়া শিবিরের নিত্যনৈমিত্তিক নিয়ম হয়ে উঠেছে। লোকসভা ভোটে বাংলায় কিছুটা আসন বৃদ্ধি হতেই এহেন বাড়বাড়ন্ত বিজেপির। এমনকি মহিলাদেরও রেয়াত করে না গেরুয়া আশ্রিত দুষ্কৃতীরা। এবার তৃণমূলের এক মহিলা সমর্থকের ওপর হামলা চালাল বিজেপি।
১০০ দিনের কাজে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে তৃণমূলের এক মহিলা সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। তৃণমূলের ওই মহিলা সমর্থককে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলাকে মাটিতে ফেলে মারধরের পাশাপাশি তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। দু’পক্ষ ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় তৃণমূল নেতা তথা উপপ্রধান দেবাশিস দাস বলেন, ‘১০০ দিনের কাজের হিসেব রাখেন পঞ্চায়েতের ইঞ্জিনিয়াররা। আমরা বলেছিলাম পঞ্চায়েত থেকে পুরো বিষয়টি জানতে। কিন্তু সভা শেষে আমাদের এক মহিলা সমর্থককে মারধর করে বিজেপি–র লোকজন।’
কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর সংসদের বার্ষিক সভা ছিল। সেই সভায় ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে স্থানীয় বিজেপি কর্মী–সমর্থকরা পঞ্চায়েত প্রধানের কাছে হিসেব চায়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয় পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারের থেকে এই সংক্রান্ত খোঁজ নিতে কারণ তিনিই এই ব্যাপারে যাবতীয় হিসাব রাখেন। এরপর সভায় উপস্থিত বিজেপি সমর্থকরা ঝগড়া শুরু করে এবং সভা কার্যত ভেস্তে যায়। সভা সেরে বাড়ি ফেরার পথে তৃণমূলের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এর মধ্যে এক মহিলা তৃণমূল সমর্থকের আঘাত বেশি বলে জানা গেছে। তাঁকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।